সোমবার, ১৬ জানুয়ারী, ২০১২

ফের কমছে ব্যান্ডউইথের দাম

মো: শাহাব উদ্দিন
আরেক দফা কমছে ব্যান্ডউইথের দাম। প্রতি মেগাবাইট ব্যান্ডউইথের দাম ১০ হাজার টাকা থেকে কমিয়ে ৮ হাজার টাকা নির্ধারণ করা হচ্ছে বলে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
সূত্রমতে, ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে দেশব্যাপী ইন্টারনেট ছড়িয়ে দেওয়া, ইন্টানেট সেবার খরচ কমানো এবং ব্যান্ডউইথের ব্যবহার বাড়াতে এ খাতের সমস্যাগুলো চিহ্নিত করতে সমপ্রতি একটি কমিটি গঠন করা হয়েছিল।
ওই কমিটি ই-ওয়ান সংযোগ এবং ব্যান্ডউইথের দাম কমানোসহ বিভিন্ন সুপারিশ করেছিল। সব পক্ষের সঙ্গে এ বিষয়ে বৈঠক হচ্ছে বলেও সংশ্লিষ্ট সূত্রটি জানিয়েছে।
তবে সংশ্লিষ্টরা বলছেন, গেল বছর দুদফায় ব্যান্ডউইথের দাম কমানো হলেও সে তুলনায় গ্রাহক পর্যায়ে ইন্টারনেট ব্যবহারের মূল্য কমেনি। ব্যান্ডউইথের এমবিপিএসের (মেগাবাইট পার সেকেন্ড) দাম ১৮ হাজার টাকা থেকে কমিয়ে এক দফায় ১২ হাজার টাকা পরে ২০১০ সালের ১ আগস্ট থেকে এর দাম ১০ হাজার টাকা নির্ধারণ করা হয়। এছাড়া শুধু কল সেন্টারের জন্য বর্তমানে প্রতি মেগাবাইট ব্যান্ডউইথের দাম ৬ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
এদিকে বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল) বলছে, গ্রামপর্যায়ে ইন্টারনেট ব্যবহার বাড়াতে গ্রাহকপর্যায়ে বেশকিছু প্যাকেজের দাম চলতি বছরের ১ জানুয়ারি থেকে কমানো হয়েছে। আরো কিছু প্যাকেজের দাম ১৫ জানুয়ারি থেকে কমানো হবে। বিটিসিএলের গ্রাহকরা আগে ১২৮ কেবিপিএস (কিলোবাইট পার সেকেন্ড) ব্যান্ডউইথ ব্যবহার করত ৩০০ টাকায়। এখন গ্রাহকরা ওই একই টাকায় পাবে ২৫৬ কেবিপিএস ব্যান্ডউইথ। এছাড়াও বাড়ানো হচ্ছে এর গতি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন