মো: শাহাব উদ্দিন
তুমুল জনপ্রিয়তায় ইতিমধ্যেই অনন্য উচ্চতায় পৌঁছেছে অনলাইন দুনিয়ার সামাজিক বন্ধন গড়ে তোলার সবচেয়ে বড় মঞ্চ ফেসবুক। দিন দিন এই বন্ধনের বিস্তৃতি যেমন বাড়ছে সেই সাথে বাড়ছে নানা ধরনের পরিষেবা। সমান তালে বৃদ্ধি পাচ্ছে অথনৈতিক প্রবিদ্ধও।
মুনাফা অর্জনের সক্ষমতায় ফেসবুক এখন রচনা করছে নতুন আরেকটি ইতিহাস। ধারাবহিক সফলতার সোপান ডিঙিয়ে এই প্রযুক্তি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানটির বাজার মূল্য দাঁড়িয়েছে ১০০ কোটি ডলার।
চলতি সপ্তাহেই ইতিহাসের সবচেয়ে অধিক মূলধনের কোম্পানি হিসেবে নিবন্ধিত হতে যাচ্ছে সময়ের বিস্ময় খ্যাত প্রযুক্তি সেবা প্রদানকারীপ্রতিষ্ঠান ফেসবুক। আগামী ১ ফেব্রুয়ারি প্রাইভেট থেকে পবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তরিত হতে যাচ্ছে হার্ভাডেরে একটি কামরা থেকে যাত্রা শুরু করা এই প্রতিষ্ঠানটি।
স্বপ্নকে আরও সুদূর প্রসারী করে ফেসবুক-এর যৌবন স্থায়ী করতে এমন সাফল্যের ভাগ সকলের সাথে ভাগ করতে পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তরের কথা প্রকাশ করেছেন ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন