মো: শাহাব উদ্দিন
হাতে একটি মোবাইল ফোন সেট থাকলে আর হাতঘড়ির দরকার নেই। কারণ মোবাইল থেকেই সময় দেখে নেয়া যাচ্ছে। তবে বিজ্ঞানের আশীর্বাদে এবার এমন একটি হাতঘড়ি আসছে যা একটি সেলফোনের চাহিদাও মেটাতে সৰম হবে। ক্যাসিও জাপান নিয়ে আসছে এমনই অত্যাধুনিক একটি প্রযুক্তি। জানা গেছে, বস্নু-টুথ প্রযুক্তির মাধ্যমে স্মার্টফোনের তথ্য ক্যাসিও ঘড়িতে দেখে নেয়া যাবে।
জি-শক জিবি-৬৯০০ মডেলের এ ঘড়িটি কম শক্তি ব্যবহারেই চলবে। ক্যাসিওর পক্ষ থেকে বলা হয়েছে, ঘড়ি থেকেই মোবাইলের সময় যেমন সেট করে নেয়া যাবে, তেমনি মোবাইলে কে কল করছে বা ইমেইল পড়া, এসএমএস পড়ার মতো কাজও করা সম্ভব হবে। ঘড়ি থেকে মোবাইলকে নিয়ন্ত্রণ করা, ভাইব্রেশন সেট করা ও এ্যালার্ম সেট করার কাজও করা যাবে।বস্নু-টুথ এলই প্রযুক্তি খুব কম শক্তিতে চলে বিধায় এ ঘড়ির ব্যাটারিও চলবে অন্তত ২ বছর। প্রথমে ঘড়িটি ২০১১ সালের ডিসেম্বরে বাজারে আনতে চেয়েছিল ক্যাসিও। তবে থাইল্যান্ডে বন্যার কারণে তা সম্ভব হয়নি। চলতি বছরের ১৬ মার্চ এ ঘড়ি বাজারে আসবে। ক্যাসিও জানিয়েছে, ঘড়িটির দাম পড়বে ২৩১ ডলার।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন