মো: শাহাব উদ্দীন
বছরের প্রথম দিনে ফুটফুটে কন্যা সন্তানের মা হলেন জনপ্রিয় ফোকশিল্পী সালমা। গত রোববার রাত ৮টা ২২ মিনিটে লালমাটিয়া সিটি হসপিটালে অস্ত্রোপচারের মাধ্যমে নবজাতকের জন্ম হয়। তার ওজন ৩ কেজি। সালমার মা জানান, মা-মেয়ে সুস্থ আছেন। সালমার ভক্ত-শ্রোতা-শুভাকাঙ্ক্ষীদের কাছে মা-মেয়ের সুস্বাস্থ্যের জন্য দোয়া চেয়েছেন তিনি। সালমার মা আরও জানান,
তাৎক্ষণিকভাবে মা-বাবার নামের সঙ্গে মিল রেখে নবজাতকের নাম রাখা হয়েছে স্নেহা। জানা যায়, ২/৩ দিনের মাথায় সালমা ধানমন্ডিস্থ নিজ বাসায় ফিরে যাবেন। উল্লেখ্য, গেল বছরের প্রথমদিকে দিনাজপুর পৌর চেয়ারম্যান শিবলী সাদিককে হুট করেই বিয়ে করেন ক্লোজআপ তারকা সালমা। এর কিছুদিন আগে প্রকাশ পায় লুৎফর হাসানের কথা-সুরে সালমার সর্বশেষ একক ‘বৃন্দাবন’। অ্যালবামটি বেশ জনপ্রিয় হলেও হুট করে বিয়ে করে অনেকটাই আড়ালে চলে যান সালমা। সদ্যসমাপ্ত ২০১১ সালের প্রায় পুরোটা জুড়ে গানের অধ্যায় কিংবা মিডিয়ায় পাওয়া যায়নি সালমাকে। তবে মাতৃত্বকালীন অবসর শেষ করে মাস তিনেকের মধ্যে আবারও তিনি পূর্ণোদ্যমে গানে ফিরছেন- এমন আভাস মিলেছে পরিবার থেকে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন