শুক্রবার, ৬ জানুয়ারী, ২০১২

ফেসবুক থেকে ৪৫ হাজার পাসওয়ার্ড চুরি

মো: শাহাব উদ্দিন
বিশ্বময় জনপ্রিয়তার শীর্ষে থাকা সামাজিক নেটওয়ার্ক ফেসবুক থেকে অন্তত ৪৫ হাজার গুরুত্বপূর্ণ তথ্য চুরি হয়েছে।
ব্রিটেন এবং ফ্রান্সের ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি কম্পিউটার কীটের মাধ্যমে এসব ক্রেডেন্সিয়াল তথ্য চুরি করা হয়। বিষয়টি খতিয়ে দেখতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে ফেসবুক কর্তৃপক্ষ।

সেকুলার্ট নামের একটি অনলাইন নিরাপত্তা প্রতিষ্ঠান ফেসবুক থেকে তথ্যচুরি হয়ে যাওয়ার বিষয়টি সবাইকে অবহিত করেছে। এ বিষয়ে সকলকে সতর্ক থাকতে সবাইকে পারমর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি।
প্রতিষ্ঠানটি থেকে দেয়া তথ্যানুযায়ী, ২০১০ সালের এপ্রিল থেকে ‘র‌্যামনিট’ নামে বহুল পরিচিত একটি ম্যালওয়ার এ ক্ষেত্রে ক্রীড়ানকের ভূমিকা পালন করেছে।
নিরাপত্তা প্রতিষ্ঠান সেকুলার্ট-এর নিজস্ব ল্যাবে সম্প্রতি র‌্যামটিন নামের এই কম্পিউটার কীটটির অস্তিত্ব ধরা পড়ে।
বিশেষজ্ঞরা বলছেন, অনেকেই বিভিন্ন একই পাসওয়ার্ড ব্যবহার করার কারণে পাসওয়ার্ড চুরি সহজ হয়ে যাচ্ছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন