মো: শাহাব উদ্দিন
আজকে আমরা যে ইন্টারনেটকে দেখছি, তা আগে সেরকম ছিলনা। প্রথমে ইউনিভার্সিটি নেটওয়ার্ক হতে আরপানেট, আর সেই আরপানেট থেকেই আজকের ইন্টারনেট এসেছে। আজ থেকে ১৯৮৯ সালে ISP (Internet Service Provider) প্রতিষ্ঠার ফলে ইন্টারনেট সবার কাছে উন্মুক্ত হয়। তবে তখনো এই নেটওয়ার্কটি পরিপক্বতা প্রকাশ পায়নি।
১৯৮৯ সালে, CERN প্রোজেক্ট এর একজন পদার্থবিদ,
টিম বার্নার্স-লি প্রস্তাবনায় দেখিয়েছিলেন কিভাবে সহজেই তথ্য ইন্টারনেটে হাইপারটেক্সট এর মাধ্যমে আদান প্রদান করা যায়। সেই বছরেই, রবার্ট ক্যালিয়াও, সিস্টেম ইঞ্জিনিয়ার হিসেবে যোগ দেন। টিম বার্নার্স-লি চেয়েছিলেন একটি দ্রুততম নেটওয়ার্ক, যার মাধ্যমে সহজেই তথ্য আদান প্রদান করা ও বিনিময় করা যাবে। ১৯৮৯ সালে, CERN প্রোজেক্ট এর একজন পদার্থবিদ,
ইন্টারনেট এবং পারসোনাল কম্পিউটারের সাথে হাইপারটেক্সট সংযোগ করার ফলে একটি একক তথ্য নেটওয়ার্ক, যা পদার্থবিদদের সব কম্পিউটারের সংরক্ষিত পরীক্ষাগারের তথ্য বিনিময় করবে এবং হাইপারটেক্সট ওয়েব লিংক ব্যবহার করার মাধ্যমে সহজে ব্রাউজ করা যাবে, এমনটাই প্রস্তাব করেছিলেন টিম বার্নার্স-লি।
টিম বার্নার্স-লি একটি ব্রাউজার এডিটর বানিয়েছিলেন। যা ওয়েবে তথ্য বিনিময়,আদান-প্রদান, তথ্য পরিবর্তন এবং সাধারণ হাইপারটেক্সট তৈরি করতে পারবে। ১৯৯০ সালের মে মাসে নেটওয়ার্কটির নাম World Wide Web (w.w.w.) রাখা হয়।
Info.cern.ch ছিল বিশ্বের প্রথম ওয়েব সাইট এবং ওয়েব সার্ভার। প্রথম ওয়েব ঠিকানা ছিল http://info.cern.ch/hypertext/WWW/TheProject.html , তথ্য WWW প্রকল্প সংক্রান্ত যা দর্শকরা তাদের নিজস্ব ওয়েব পেজ তৈরি হাইপারটেক্সট, কারিগরি বিবরণ সম্পর্কে এবং এমনকি কিভাবে তথ্যের জন্য ওয়েব সার্চ করতে হয় তাও শিখতে পারত। তবে বর্তমানে এই তথ্যগুলো এই ওয়েবে নেই। যা এখন পাওয়া যাবে http://www.w3.org/History/19921103-hypertext/hypertext/WWW/TheProject.html এই ঠিকানায়।
প্রথম দিকে, এই ওয়েব সার্ভারটি ছিল টেলিফোন এর মত। যদিও তা ঠিকমত ব্যাবহার হত না। বার্নার্স-লি’র টিমের লোকদের সার্ভার ও ব্রাউজার সফটওয়্যার পাঠানোর দরকার হত ব্রাউজ করার জন্য।
১৯৯১ সালে, যেকোনো কম্পিউটার ও টার্মিনালে ব্যাবহার যোগ্য ব্রাউজার সফটওয়্যার বানান হয়। যা ব্যাবহার করতে কীবোর্ড দিয়ে নির্দেশ দিতে হত। যেখানে ব্যাবহার হত না মাউস, ওয়েবপেজে কোন গ্রাফিক্স ছিল না, শুধু সাধারণ লেখা। তবে এটি ওয়েবে যেকোনো ইন্টারনেট কানেকশনকে প্রবেশ করতে দিত।
১৯৯১ সালে, প্রথমে ইউরোপের ইংল্যান্ডে, তারপর আমেরিকায় সার্ভার তৈরি হয়। ১৯৯২ সালে মাত্র ২৯ টি সার্ভার ছিল। ১৯৯৩ সালে তা ২০০ এ ঠেকে।
২০ মার্চ এ আনুষ্ঠানিকভাবে এতই প্রথম উন্মোচন হয়। এর পর আসে এক নতুন যুগ, তথ্য প্রযুক্তির যুগ। এভাবে আস্তে আস্তে ওয়েব এর সম্প্রসারণ ঘটে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন