মো: শাহাব উদ্দীন
সালমানের টানে দুবাই যাচ্ছেন বলিউড অভিনেত্রী কাটরিনা কাইফ। আজ রাতেই দুবাইয়ের উদ্দেশে রওয়ানা হয়েছেন ক্যাট। সেখানেই বছরের প্রথম দিনটি একসঙ্গে কাটাবেন সালমান ও কাটরিনা। থার্টি ফার্স্ট নাইট উদযাপনের জন্য ইতিমধ্যে সালমান উড়াল দিয়েছেন দুবাই। সেখানে একটি জমকালো পার্টির আয়োজন করেছেন তিনি। এ পার্টিতে উপস্থিত থাকবেন শুধুমাত্র সালমানের কাছের বন্ধু-বান্ধব।
আর ক্রিসমাস উদযাপন করতে কিছুদিন আগেই কাটরিনা পাড়ি জমিয়েছেন লন্ডনে। সেখানে পরিবারের সঙ্গে বেশ জমকালো আয়োজনেই তিনি উদযাপন করেছেন ক্রিসমাস। কিন্তু দুবাই থেকে সালমান কাটরিনাকে অনুরোধ করেছেন বছরের প্রথম দিনটি তার সঙ্গে কাটানোর। জানা গেছে, এ কারণে পরিবারের সঙ্গে বছরের প্রথম দিনটি উদযাপন না করে সালমানের সঙ্গেই কাটানোর সিদ্ধান্ত নিয়েছেন ক্যাট। তবে আজ লন্ডনে থার্টি ফার্স্টের একটি জমকালো আয়োজনের পার্টিতে মোটা অংকের অর্থের বিনিময়ে পারফরমর করতে যাচ্ছেন এ নায়িকা। চিকনি চামেলি, শিলা কি জাওয়ানিসহসহ বেশকিছু গানেই সেখানে পারফরম করবেন তিনি। এ পারফরম শেষেই মধ্যে রাতে দু্বাইর উদ্দেশ্যে উড়াল দিবেন। বছরের প্রথম দিনটি তাই সালমানের সঙ্গে বেশ ঘনিষ্ঠভাবেই কাটাতে যাচ্ছেন ক্যাট। আর সালমানের টানে কাটরিনার দুবাইতে উড়াল দেয়াই প্রমাণ করে যে নিন্দুকেরা যত যাই বলুক, সালমান-কাটরিনার প্রেম এখনও রয়েছে অমলিন, খাদবিহীন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন