বৃহস্পতিবার, ৫ জানুয়ারী, ২০১২

তুঙ্গে সালমান-ঋত্বিক দ্বন্দ্ব

মো: শাহাব উদ্দিন
বলিউডের শান্ত ছেলে ঋত্বিক হঠাৎ করেই সালমানের সঙ্গে তৈরি করলেন ‘নিরাপদ’ দূরত্ব। এতোদিন তা ভালোভাবে প্রকাশ না পেলেও নতুন বছরেই প্রত্যক্ষভাবে বি-টাউনে ছড়িয়ে পড়লো খান-রোশন দ্বন্দ্বের উত্তাপ।
জানা গেছে, সম্প্রতি ঋত্বিককে একটি চ্যানেলের অ্যাওয়ার্ড শোতে পারফর্ম করতে অনুরোধ করা হয় এবং এর সঙ্গে লোভনীয় অংকের পারিশ্রমিকের প্রস্তাবও দেয়া হয়। কিন্তু ঋত্বিক ভাবার জন্য বেশি সময় ব্যয় না করেই সঙ্গে সঙ্গেই ফিরিয়ে দেয় সেই প্রস্তাব।

ঘনিষ্ঠ সূত্রমতে, ওই প্রস্তাব ফিরিয়ে দেয়ার পেছনে কারণ একটাই, আর তা হলো সালমান। সূত্র বলেন, “যেই চ্যানেল থেকে ওই প্রস্তাব এসেছিল, সেই চ্যানেল সালমানের খুব কাছের। চ্যানেলের সব কিছুই চলে সালমানের ইশারায়। কিন্তু ঋত্বিকের ওই সব নিয়ে ভাবার সময় নেই। তাই তিনি প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন।”
অন্যদিকে ওই একই চ্যানেলে সালমান-সঞ্জয়ের রিয়ালিটি শো ‘বিগ বস’ এ-ও ঋত্বিককে উইকএন্ড এপিসোডে আমন্ত্রণ জানানো হয়। কিন্তু সেবারও তিনি ব্যস্ততার অজুহাত দেখিয়ে সাল্লুকে এড়িয়ে যান।
প্রসঙ্গত, এই দ্বন্দ্বের শুরুটা করে মূলত সালমান খান। ঋত্বিকের ছবি ‘গুজারিশ’র ব্যাপারে তিনি একটি কটূক্তি করেছিলেন। যা পরবর্তীতে তিনি মজা করেছেন বলে মিডিয়াকে জানান। কিন্তু সেই কথা এখনো ভুলতে পারেননি ঋত্বিক। আর অন্যদিকে সালমান-শাহরুখ দ্বন্দ্বতো আছেই। ঋত্বিকের বি-টাউন ‘ভাই’ শাহরুখের সঙ্গে যার দা-কুমড়া সম্পর্ক, কিভাবে তার সঙ্গে হাত মেলাতে পারেন ঋত্বিক। তাই দ্বন্দ্বটা তো স্বাভাবিক।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন