সোমবার, ৯ জানুয়ারী, ২০১২

এসার বানালো সবেচেয়ে পাতলা ল্যাপটপ

মো: শাহাব উদ্দিন
তাইওয়ানের কম্পিউটার জায়ান্ট এসার ‘আল্ট্রাবুক’ ক্যাটেগরিতে বিশ্বের সবচেয়ে পাতলা ল্যাপটপ তৈরির দাবী করেছে। এ ল্যাপটপের মডেল হবে এসার অ্যাসপায়ার ৫ বা এ৫।
এসার-এর পক্ষ থেকে জানানো হয়েছে, অন্যান্য টেক জায়ান্ট যেসব আল্ট্রাবুক তৈরি করছে তার তুলনায় এসার অ্যাসপায়ার ৫ হবে আরো বেশি হালকা-পাতলা। এটি মাত্র ১৫ মিলিমিটার পুরু হবে আর স্ক্রিনের মাপ হবে ১৩.৩ ইঞ্চি। এর ওজন হবে ১.৩৫ কেজিরও কম। এ৫ মডেলের এ ল্যাপটপটি চলবে উইন্ডোজ ৮-এ।
নতুন মডেলের এ ল্যাপটপ ছাড়াও এসার ক্লাউড সার্ভিস-এর ঘোষণা দিয়েছে যা অনেকটাই অ্যাপল-এর ‘অ্যাপ স্টোর’ এর মতো হবে বলেই জানা গেছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন