শুক্রবার, ৬ জানুয়ারী, ২০১২

প্রেমিকের কথায় মেয়েকে বালতিতে চুবিয়ে মারলেন মা!

মো: শাহাব উদ্দিন
নিজের এক বছরের মেয়েকে বালতির পানিতে চুবিয়ে মেরেছেন নরওয়ের এক মা। আর স্কাইপের মাধ্যমে এ ঘটনা সরাসরি দেখছিলেন যুক্তরাজ্যে থাকা তাঁর প্রেমিক। ডেইলি মেইল আজ এ খবর জানিয়েছে।
অবুঝ মেয়েটির ‘অপরাধ’, হাঁটার সময় বালতির সঙ্গে ধাক্কা খেয়েছিল সে। নরওয়ের নাগরিক ইয়াসমিন চৌধুরীর (২৬) দাবি, মেয়েকে হত্যার উদ্দেশ্য তাঁর ছিল না। উদ্দেশ্য ছিল ওকে শৃঙ্খলা শেখানো—কীভাবে হাঁটতে হয়,
আর মায়ের কথা শুনতে হয়। তাই তিনি বালতিতে চুবিয়েছিলেন মেয়েকে।
রোমহর্ষক ঘটনাটি ঘটে ২০১০ সালের অক্টোবরে। স্কটল্যান্ড ইয়ার্ডের সহায়তায় ইয়াসমিনের ব্রিটিশ প্রেমিককে জিজ্ঞাসাবাদ করতে বড়দিনের আগে যুক্তরাজ্যে যায় নরওয়ের পুলিশ। অভিযুক্ত ইয়াসমিনকে গতকাল রিমান্ডে নেওয়া হয়েছে। রিমান্ড চলবে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত। তাঁর পাঁচ বছরের ছেলেকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
গ্রেপ্তার হওয়ার পর ইয়াসমিন পুলিশের কাছে দাবি করেন, ব্রাইটনের সঙ্গে তাঁর পরিচয় এক বছর আগে। এ পর্যন্ত শুধু একবার দেখা হয়েছে তাঁদের। প্রেমিকের কথামতো মেয়েকে বালতিতে চুবিয়েছিলেন তিনি।
পুলিশ জানিয়েছে, স্ত্রীর সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যাওয়ায় নিহত মেয়েটির বাবা এখন পাকিস্তানে বসবাস করছেন। তাঁর আইনজীবী জানিয়েছেন, মেয়ের মৃত্যুর ঘটনায় তিনি খুবই মর্মাহত।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন