মো: শাহাব উদ্দিন
সালমান এবং শাহরুখের মধ্যে যতই দ্বন্দ্ব থাকুক না কেন এবার এই চির প্রদিদ্বন্দ্বী তারকারা চলে এসেছেন একই কাতারে। তাদের দু’জনকেই ঘোষণা করা হয়েছে বছরের সবচেয়ে লাভজনক তারকা হিসেবে।
সম্প্রতি একটি অ্যাওয়ার্ড শো’তে সালমান এবং শাহরুখকে আর্থিকভাবে বছরের সবচেয়ে লাভজনক অভিনেতার সম্মাননাটি দেয়া হলো।
সালমান পেলেন তার ছবি ‘রেডি’ এবং ‘বডিগার্ড’র জন্য আর শাহরুখ পেলেন তার ড্রিম প্রজেক্ট ‘রা.ওয়ান’ এবং ‘ডন ২’র জন্য।
এদিকে বছরের সবচেয়ে লাভজনক বা ব্যবসাসফল অভিনেত্রীর সম্মাননাটি অনেকটা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে নিলেন বছরের সবচেয়ে বড় দু’টি হিট দেয়া ছবি ‘বডিগার্ড’ ও ‘রা.ওয়ান’ অভিনেত্রী কারিনা কাপুর।
ব্যবসাসফল অভিনেত্রীর খেতাবটি অর্জন করার পরের অনুভূতি প্রকাশ করে কারিনা বলেন, “এই সম্মাননার মাধ্যমেই বোঝা যায় দর্শক মহলে কার গ্রহণযোগ্যতা কতখানি। আমি সবসময় সমালোচক পুরস্কারগুলোর চেয়ে এই ধরনের কমার্শিয়াল খেতাব পেলেই বেশি খুশি হই। কারণ এর মাধ্যমেই আমি বুঝতে পারি, আমার কাজ দর্শকদের কতটুকু নাড়া দিল।”
এই অ্যায়ার্ড অনুষ্ঠানে মালায়ালাম ছবির রিমেক সালমানের ‘বডিগার্ড’ আরো জিতে নেয় বছরের সবচেয়ে ব্যবসাসফল ছবির পুরস্কারটি। আর ছবির পরিচালক সিদ্দিক জিতে নেন ‘লাভজনক পরিচালক’র সম্মাননা।
অন্যদিকে, শাহরুখের মেগা বাজেট ছবি ‘রা.ওয়ান’-ও পিছিয়ে ছিল না কোনো অংশে। ‘রা.ওয়ান’ জিতে নেয় ‘সেরা বাজারজাতকৃত ছবি’ এবং ‘হাইয়েস্ট সিঙ্গেল ডে কালেকশন’র অ্যাওয়ার্ড।
“খুব ভালো লাগে যখন দর্শকদের আনন্দ দেয়ার বদলে ভালোবাসা এবং সম্মাননা দুটি একসঙ্গে পাই। আল্লাহ আমার প্রতি অনেক দয়াময়, এজন্যই এখনো আমি সবাইকে বিনোদিত করতে পারি এবং এখনো মানুষ আমার কাজ দেখতে হলে আসে। যা এই অ্যাওয়ার্ড পেয়ে স্পষ্টভাবেই বুঝতে পারছি।”
এছাড়া ছবির অন্যান্য ক্যাটাগরিতে পুরস্কার জেতে বছরের অন্যান্য ব্যবসাসফল ছবিগুলো। যেমন- ‘পেয়ার কা পাঞ্চনামা’ ছবিটি জিতে ‘সফল অল্প বাজেট’র ছবির পুরস্কার, ‘ডার্টি পিকচার’ জিতে ‘বক্স অফিস সারপ্রাইজ অফ দ্য ইয়ার’ পুরস্কার, ‘ডন: ২’ জিতে নেয় ‘মোস্ট পপুলার ফার্স্টলুক অফ এ ফিল্ম’র পুরস্কার এবং ‘মিশন ইম্পোসিবল: ঘোস্ট প্রটোকল’ ব্যবসাসফল বিদেশী ছবির পুরস্কার জিতে নেয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন