শনিবার, ৭ জানুয়ারী, ২০১২

অনলাইনে বাংলা ফন্ট রূপান্তরের প্রোগ্রাম

 মো: শাহাব উদ্দিন
ইন্টারনেটে যারা বাংলায় লেখালেখি করেন বা ব্লগ লেখেন তাঁদের অনেকেই মাঝে মধ্যে বাংলা ফন্টের সমস্যায় পড়েন। যাঁরা ইউনিকোডে লিখে অভ্যস্ত তাঁরা বিজয়ে লিখতে সমস্যায় পড়ে যান। একইভাবে বিজয়ে অভ্যস্তরা ইউনিকোডে সমস্যায় পড়েন।
এই সমস্যার সমাধান পাবেন http://converter.banglacomputing.net ঠিকানার ওয়েবসাইটে। এখানে বিজয় থেকে ইউনিকোড, ইউনিকোড থেকে বিজয়, বিজয় থেকে বৈশাখী ইত্যাদি ফন্টে রূপান্তর করার সুবিধা আছে। ইউনিকোড বা বিজয় ফন্টের কোনো লেখা এখানে কপি এবং পেস্ট করে কাঙ্ক্ষিত ফন্টে রূপান্তর করা যাবে। এ রকম আরও একটি সাইট হলো http://banglaconverter.com। এখানে বাংলা ফন্ট
কনভার্টার ছাড়াও পিডিএফ ফাইলকে ডকুমেন্ট ফন্টে রূপান্তর করার সুবিধা রয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন