আসসালামু আলাইকুম, সবাইকে আবারও স্বাগতম জানিয়ে আজকের টিউন শুরু করছি। কেমন আছেন? ভাল তাই না? আজ আপনাদের সাথে আবারও শেয়ার করছি ভাইরাস টিপস। হা হা হা। সবাই বলবেন যে আজ হয়ত আমাকে ভাইরাসে ধরেছে, তার কারণ আজ ভাইরাস নিয়েই সমস্যা টিউন করছি। যাই হোক, এখকার মতো টিউন হল, আপনার পিসির ভাইরাস তাড়িয়ে দেন এন্টিভাইরাস ছাড়াই, তাছাড়া আপনাকে ব্যবহার করতে হবে না কোন কোডিং বা ডস কমান্ড। এবার চলূন টিপসে………..
১. প্রথমে my computer খুলুন।
- এবার Tools >>> “Folder options” এ যান।
- এবার “View” ট্যাব থেকে “Show Hidden files and folders” এটা নির্বাচন করুন ও “Hide Extention….”ও “Hide protected operating system file” এটা আন চেক করুন।
- এবার ok করুন।
২. এবার Windows Task Manager (ctrl-alt-del) খুলুন ও “Processes” ট্যাবে ক্লিক করুন।
- ফাইল দেখানো সুবিধার্থে sort File থেকে“Image name” এটাতে ক্লিক করুন।
- এবার “wscript.exe” এটা খুঁজে বের করুন ও মাউসের রাইট বাটন ক্লিক করে “End Process” এ ক্লিক করুন।
- এবার টাস্ক ম্যানেজার বন্ধ করে দিন।
৩. তারপর Start Menu >>> Search এ গিয়ে লিখুন “autorun.inf” আর এটি আপনার পিসেতে খুঁজে বের করবেন।
- এবার যেগুলো বের হবে সবগুলো মুছে দিন।
- এর মধ্যে MS32DLL.dll.vbs এই নামেও একটি ভাইরাস পাবেন। তবে এগুলো মুছে ফেলতেSHIFT + DELETE কী-দ্বয় এক সাথে চাপুন।
৪. এবার রেজিষ্ট্রি এডিট করতে হবে।
- Start >>> Run >>> regedit লিখে এন্টার করুন।
- তাহলে রেজিষ্ট্রি এডিটর খুলবে।
- এবার এখানে যানHKEY_LOCAL_MACHINE –> Software –>Microsoft –>Windows –> Current Version –> Run
- এবার এখান থেকে “MS32DLL” এই ফাইলটি খুঁজে বের করে ডিলেট করে দিন।
৬. আবার এখানে যান HKEY_CURRENT_USER –> Software –> Microsoft –> Internet Explorer –> Main. এবার এখানে গিয়ে “Window Title “Hacked by Godzilla”” এটা খুজে বের করুন। তারপর এটি ডিলেট করে দিন। এবার রেজিষ্ট্রি এডিটর বন্ধ করে দিন।
৭. Start >>> Run >>> gpedit.msc লিখে এন্টার করুন। তাহলে গ্রুপ পলেসি খুলবে।
- এখানে যান User Configuration –> Administrative Templates –> System –> “Turn Off Autoplay” এখান থেকে অটোরান বন্ধ করে দিন।
- এজন্য ডায়লগ বক্স থেকে “Enabled” এবং “All drives” নির্বাচন করে ok করুন। এবার গ্রুপ পলেসি বন্ধ করে দিন।
৮. Start –> Run >>> msconfig লিখে এন্টার করুন।
- তাহলে “System Configuration Utility” খুলবে।
- এবার “Startup” ট্যাবে ক্লিক করুন।
- এখান খেকে MS32DLL এটি খুঁজে বের করুন। এবার অপশন থেকে Enable All নির্বাচন করে “MS32DLL” আনচেক করুন।
- এবার Apply ও ok করুন আর “Exit Without Restart” ক্লিক করে রেরিয়ে আসুন।
৯. আবার my computer >>> Tools >>> Folder Options >>> View ট্যাবে গিয়ে “Hide Extention…” ও “Hide protected operating system file” এবং “Don’t show hidden files and folders” নির্বাচন করুন। এবার রিসাইকেল বিন খালি করে আপনার পিসিকে রিবুট করান।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন