মঙ্গলবার, ৩ জানুয়ারী, ২০১২

২০১৪ সালে সিএমইউ-ফাইভ- এ সংযুক্ত হবে বাংলাদেশ

মো: শাহাব উদ্দীন
দক্ষিণ-পূর্ব এশিয়া থেকে ভারতবর্ষ ও মধ্যপ্রাচ্য হয়ে পশ্চিম ইউরোপে সংযোগকারী সি-মি-উই-ফাইভ’র সঙ্গে সংযুক্ত হতে নিজস্ব তহবিল গঠন ও এ জন্য বিশদ কর্মপরিকল্পনা প্রণয়ন করেছে সরকারি মালিকানাধীন বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল)। পরিকল্পনানুযায়ী ২০১৪ সালের মধ্যে সম্পন্ন হবে দ্বিতীয় সাবমেরিন কেবল স্থাপনের কাজ।

এ সম্পর্কে বিএসসিসিএল’র ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মনোয়ার হোসেন জানান, “দ্রুততার সঙ্গে দ্বিতীয় সাবমেরিন কেবলের সঙ্গে সংযুক্ত হতে বাংলাদেশকে প্রায় সাড়ে চারশ কোটি টাকা বিনিয়োগ করতে হবে। আর এই অর্থ সংস্থানের জন্য আগামী অল্প কিছুদিনের মধ্যেই বিএসসিসিএল শেয়ার বাজারে রাইট শেয়ার ছাড়বে।”
তিনি বলেন, “তহবিল ব্যবস্থা গ্রহণের দিক নির্দেশনা দিয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় থেকে দেয়া চিঠির ভিত্তিতে ইতিমধ্যেই অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন চেয়ে একটি চিঠি দেয়া হয়েছে। চিঠিতে শেয়ার বাজারে রাইট শেয়ার ছাড়ার বিষয়ে মন্ত্রণালয়ে অনুমোদন প্রার্থনা করা হয়েছে।”
সবকিছু ঠিকঠাক মতো হলে আগামী ২০১৪ সালের ডিসেম্বর নাগাদ বাংলাদেশ সি-মি-উই-ফাইভ সাবমেরিন কেবল কনসোর্টিয়ামের সঙ্গে সংযুক্ত হবে বলে আশা প্রকাশ করেন বিএসসিসিএল’র ব্যবস্থাপনাপনা পরিচালক।
প্রস্তাবিত কনসোর্টিয়াম কেবলটি মিয়ানমার পর্যন্ত সংযুক্ত হওয়ার সম্ভাবনার ইঙ্গিত দিয়ে মনোয়ার হোসেন জানান, এতে করে সংযোগ পেতে বাংলাদেশ অংশের দৈর্ঘ্য কমবে। একই সঙ্গে এর রক্ষণাবেক্ষণ ও পরিচালন খরচও কম হবে।
জানা গেছে, সি-মি-উই-ফাইভ সাবমেরিন কেবলে সর্বাধুনিক ১০০জি টেকনোলজি ব্যবহার করা হবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন