বৃহস্পতিবার, ১২ জানুয়ারী, ২০১২

গুগলে নিজের ব্যক্তিগত তথ্য খোঁজার সুবিধা

Md. Sahab Uddin
বিশ্বসেরা সার্চ ইঞ্জিন গুগল এবার নিজের ব্যক্তিগত তথ্য খোঁজার সুবিধা যুক্ত করেছে। এ সুবিধা পেতে গুগলের ‘ইয়োর ওয়ার্ল্ড’ অপশনে গিয়ে নিজের তথ্য ও ছবি খোঁজা যাবে। এ ক্ষেত্রে ব্যবহারকারীকে গুগলের কোনো একটি সেবায় লগইন থাকতে হবে। শুরুতে ব্যবহারকারীর বন্ধু, গুগল প্লাসের প্রোফাইল, পেজ ইত্যাদি তথ্য পাওয়া যাবে। গুগলের ফেলো অমিত সিঙ্গাল বলেন, ‘সাধারণত কিছু খোঁজার ক্ষেত্রে উন্মুক্তভাবে খোঁজার সুযোগটি প্রচলিত।
তবে যিনি তথ্য খুঁজছেন, তাঁর ব্যক্তিগত তথ্য খোঁজার এ সুযোগটি আমরা চালু করেছি।’ তিনি আরও বলেন, এ সুযোগের ফলে ইচ্ছে করলে এই অপশন থেকে নির্দিষ্ট কারও তথ্য ও খবর পাওয়া যাবে। এ ছাড়া গুগল শুধু কন্টেন্টই নয়, মানুষ ও তাদের সম্পর্কের বিষয়টি আরও উন্নত করতে এ ধরনের সুবিধা যোগ করছে বলে উল্লেখ করেন তিনি। এ ক্ষেত্রে গুগলের ম্যাসেঞ্জার গুগল টক, গুগল প্লাস কিংবা গুগলের অন্য কোনো সেবায় যুক্ত থাকা ব্যক্তিদের নাম সাজেশন আকারে দেখা যাবে। এ ছাড়া এর মাধ্যমে বিখ্যাত যে কারও তথ্যও খোঁজা যাবে সহজেই।
সার্চ প্লাস নামের সুবিধাটি বর্তমানে পরীক্ষামূলকভাবে অনেকেই পাচ্ছে। খুব শিগগির এ সুবিধা গুগল ইংরেজি ভাষার ব্যবহারকারীর সবাই পাবে। গুগলের এ সুবিধা ইতিমধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছে। পরীক্ষামূলকভাবে ব্যবহারকারীরা সুবিধাটিকে উপভোগ করছে, যা গুগলের জনপ্রিয়তা বাড়াবে বলে মনে করছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন