মঙ্গলবার, ৩ জানুয়ারী, ২০১২

নতুন বছরে রূপ বদলাচ্ছে গুগল

মো: শাহাব উদ্দীন
সদ্য বিদায় নেয়া ২০১১ সালে ফেসবুক-কে টপকে শীর্ষে উঠেও ক্ষান্ত হয়নি অনলাইন অনুসন্ধান ওয়েবসাইট গুগল। সর্বাধিক ভার্চুয়াল বাসিন্দাদের ধরে রাখতে ফের বড় ধরনের পরিবর্তন আনা হচ্ছে সাইটটির হোমপেজে। তবে বিশেষজ্ঞদের মতে, বিজ্ঞাপনদাতাদের আকৃষ্ট করতেই গুগল’র হোমপেজ ডিজাইনে এমন পরিবর্তন আনা হয়েছে।

হোমপেজের শীর্ষে আনুভূমিকভাবে থাকা গুগল’র বিভিন্ন পরিষেবা সংযুক্ত বারটিতে আনা হচ্ছে সবচেয়ে বড় পরিবর্তন। এবার এটি উপস্থাপন করা হচ্ছে উলম্বভাবে। এখানে প্রতিস্থাপন করা হবে গুগল’র ধূসর রঙের একটি লোগো। লোগোটিতে ক্লিক করা মাত্র উলম্বভাবে বেরিয়ে আসেবে গুগল’র সাতটি পরিষেবা। আর যথারীতি এর পাশেই দৃষ্টিগোচর হবে গুগল সার্চ।    
এদিকে নতুন ডিজাইনের একটি বেটা সংস্করণ ইতিমধ্যেই সীমিতসংখ্যক ব্যবহারকারীরা ব্যবহার শুরু করেছেন বলে জানা গেছে।
অপরদিকে কোনো ধরনের হিজিবিজি অবস্থা ছাড়াই হোমপেজে বিভিন্ন ব্যবসায় প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে প্রলুব্ধ করতেই গুগল এ ধরনের পরিবর্তন আনছে বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা।
অবশ্য ডেভিস মার্ফি গ্রুপের প্রধান বিশেষজ্ঞ প্রকৌশলী ক্রিশ গ্রিন বলেছেন, “ইয়াহুর মতো বিশৃঙ্খলা এড়িয়ে গুগল তাদের হোমপেজকে অনেক পরিচ্ছন্ন রেখেছে। হোমপেজকে দৃষ্টিনন্দন রেখেই কেবল আইকোন ব্যবহার করে এখন তারা তাদের বিভিন্ন পরিষেবাকে আরও বিস্তৃত করতে নতুন ডিজাইন করেছে। হোমপেজকে পরিচ্ছন্ন রাখতে গুগল সবসমই মুন্সিয়ানার পরিচয় দিয়েছে।”

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন