মো: শাহাব উদ্দিন
ভারতের ক্রিকেট তারকা যুবারজ সিংয়ের বদলে অভিনেতা সালমান খান একটি পণ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে চলেছেন। এর আগে মাউন্টেইন ডিউসহ বেশ কয়েকটি পণ্যের জন্য এ ধরনের দায়িত্ব পালন করেছেন সাল্লু। যুবরাজের পরিবর্তে খান সাহেব এবার এনার্জি পণ্য রেভিটাল হেলথ সাপ্লিমেন্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হচ্ছেন। খবর ওয়ান ইন্ডিয়া’র।
অন্তত এক বছর ধরে পণ্যটির মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছিলেন যুবরাজ। তবে এখন এই দায়িত্ব পালনে তিনি আর আগ্রহী নন। সে কারণেই এবার পণ্যটির মুখপাত্র হিসেবে পচ্ছন্দের তালিকায় শীর্ষে রয়েছেন সাল্লু। সবকিছু ঠিক থাকলে যুবরাজের বদলে এবার তিনিই পণ্যটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে দায়িত্ব পালন করবেন।
২০১১ সালে সালমান খান ‘রেডি’ ও ‘বডিগার্ড’-এর মতো দু’টি ব্লকবাস্টার চলচ্চিত্র উপহার দিয়েছেন। দু’টি ছবিই ভারতের বক্স অফিসে একশো কোটি রুপির মাইলফলক ছাড়িয়েছে। বর্তমানে তিনি ক্যাটরিনা কাইফের সঙ্গে ‘এক থা টাইগার’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত আছেন। অন্তত এক বছর ধরে পণ্যটির মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছিলেন যুবরাজ। তবে এখন এই দায়িত্ব পালনে তিনি আর আগ্রহী নন। সে কারণেই এবার পণ্যটির মুখপাত্র হিসেবে পচ্ছন্দের তালিকায় শীর্ষে রয়েছেন সাল্লু। সবকিছু ঠিক থাকলে যুবরাজের বদলে এবার তিনিই পণ্যটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে দায়িত্ব পালন করবেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন