রবিবার, ৮ জানুয়ারী, ২০১২

নোটপ্যাড দিয়ে বাড়িয়ে নিন কম্পিউটারের গতি।

 মো: শাহাব উদ্দিন
আজ আবারো আপনাদের সাথে শেয়ার করব কম্পিউটারের গতি বাড়ানোর জন্য নোটপ্যাডিয় একটি টিপস। ব্যবহারের ফলে কম্পিউটারে অনেক জাঙ্ক ফাইল জমা থাকে, তাছাড়া ব্রাঊজিং হিস্টোরি, cache file, coockies, ব্রাউজারে stored password , কম্পিউটারের রিসেন্ট ডকুমেণ্ট , run history, আমাদের ব্যবহৃত clipboard এর ডাটা, recycle bin এ জমাকৃত ডাটা ইত্যাদি কারনে কম্পিউটার স্লো হয়ে থাকে। সে যাই হোক আমরাও সময় মত ছাবুক চালাবো আর কম্পিউটারকে দৌড়ের উপর রাখবো...
নোটপ্যাড ওপেন করুন তারপর নিচের কোড গুলো পেষ্ট করুন। তারপর ফাইল্টিকে যে কোন নাম দিয়ে .bat ফরমেটে সেভ করুন(speed.bat) ।তারপর ফাইলটিকে রান করুন। এটি নিমিষেই আপনার কম্পিউটারের টেম্প ফোল্ডার টিকে ক্লিন করবে।
@echo off
if %username% == Administrator.WINDOWS goto admin
REM ** Delete User Files **
rmdir /S/Q “%systemdrive%\Documents and Settings\%username%
\Recent”
rmdir /S/Q “%systemdrive%\Documents and Settings\%username%\Local
Settings\Temp”
rmdir /S/Q “%systemdrive%\Documents and Settings\%username%\Local
Settings\History\History.ie5″
rmdir /S/Q “%systemdrive%\Documents and Settings\%username%\Local
Settings\Temporary Internet Files\content.ie5″
goto end
:admin
REM ** Do some extra stuff here **
REM ** What ever you want….. **
ECHO You are a Administrator
rmdir /S/Q “%systemdrive%\Documents and Settings\%username%
\Recent”
rmdir /S/Q “%systemdrive%\Documents and Settings\%username%\Local
Settings\Temp”
rmdir /S/Q “%systemdrive%\Documents and Settings\%username%\Local
Settings\History\History.ie5″
rmdir /S/Q “%systemdrive%\Documents and Settings\%username%\Local
Settings\Temporary Internet Files\content.ie5″
REM ** Do more stuff here **
REM ** Blah, blah, blah……**
:end
exit

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন