রবিবার, ৮ জানুয়ারী, ২০১২

শাহরুখের ভয়!

 মো: শাহাব উদ্দিন
আট বছর পর শুধু শাহরুখ আর ক্যাটরিনার ভরসায় আবারো পরিচালকে আসনে বসছেন যশ চোপড়া। তার নাম না দেয়া ছবির প্রধান দুই চরিত্র এই শাহরুখ এবং ক্যাটরিনাই। কিন্তু ক্যাটরিনাকে নিয়ে আজকাল একটু ভয়েই আছেন শাহরুখ। তার প্রিয় যশ চোপড়ার মন না জানি আবার ভেঙে যায়, না জানি আবার ‘চলতে চলতে’ ছবির সেটের মতো কোনো দুর্ঘটনার পুনারাবৃত্তি ঘটে!

এজন্যই ইদানিং সময় পেলেই শাহরুখ কথা বলছেন ক্যাটরিনার সঙ্গে। বারবার একই প্রশ্ন করছেন তাকে, “সব কিছু ঠিক আছে তো? কোনো সমস্যা নেই তো?”
শাহরুখের চিন্তা একটাই। তিনি চান শান্তি। কিন্তু শান্তির আশা কিভাবে করবেন, যখন তার সঙ্গে থাকবেন ‘খান দ্বন্দ্ব’র সূচনা লগ্নের সেই সালমান প্রেমিকা। যাকে ঘিরেই সৃষ্টি হয়েছিল বলিউডের ‘ঐতিহাসিক’ খান দ্বন্দ্ব! শাহরুখের চিন্তা, ক্যাটরিনার সঙ্গে ক্যামেরার সামনে রোমান্স করতে গেলে যদি চটে যায় সালমান, তাহলে তো আবারো ‘চলতে চলতে’ ছবির মতো করতে হবে নায়িকা পরিবর্তন। এজন্যই শাহরুখ চাইছেন আগে থেকেই সতর্ক হয়ে থাকতে। যেন মাঝপথে গিয়ে তাকে কিংবা যশরাজ ফিল্মস কাউকেই সালমানের রোষের শিকার না হতে হয়।
কিন্তু ‘প্রফেশনাল’ ক্যাটরিনাও তার দিক থেকে সব ধরনের আশঙ্কার ধুম্রজাল হটিয়ে দিয়েছেন। তিনি জানিয়েছেন, সালমানের সঙ্গে তার সেই অঙ্গের মতো সম্পর্ক আর নেই। এখন শুধু তারা ভালো বন্ধ। তাই একে অপরের কাজে অনধিকারচর্চা করার প্রশ্নই ওঠে।
তবে, ক্যাটরিনার এই ‘প্রফেশনাল’ নিশ্চয়তার কার্যকারিতা কতখানি, তা তো ছবির কাজ শুরু হলেই বোঝা যাবে। যখন শাহরুখ রোমান্স করবেন ক্যাটরিনার সঙ্গে এবং সালমান তা শান্ত দর্শকের মতো বসে বসে দেখবেন!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন